ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

পুকুরে ডুবে ২ বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৮ এপ্রিল ২০২৩  
পুকুরে ডুবে ২ বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. সিয়াম (১০) এবং মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। 

আরো পড়ুন:

মারা যাওয়া সিয়ামের বাবা মকবুল জানান, পুকুরে পাশে খেলা করছিল সিয়াম ও আল আমিন। এসময় তাদের একজনের জুতা পুকুরের পানিতে পড়ে যায়। জুতা তুলতে গেলে এক শিশু তলিয়ে যায়। এসময় অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনতে চেষ্টা করে। কিন্তু সেও পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মঈনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়