ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

দর্শনার্থীদের জন্য বঙ্গবন্ধুর সমাধি বন্ধ থাকবে ৩ দিন

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ এপ্রিল ২০২৩  
দর্শনার্থীদের জন্য বঙ্গবন্ধুর সমাধি বন্ধ থাকবে ৩ দিন

আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া সফরের কর্মসূচি রয়েছে।

সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে মুঈনুল ইসলাম জানান, আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দেশের দূর দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শণের জন্য যে সব দর্শনার্থীরা কর্মসূচি রাখেন, তারা বিষয়টি পূর্ব হতে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হবেন। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়