ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ২০:০০, ১৮ এপ্রিল ২০২৩
জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা 

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান। 

কুয়াকাটা রাখাইন পাড়ার মাতব্বর উচান চানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও মহিপুর থানার ওসি আবুল খায়ের প্রমুখ। 

আরো পড়ুন:

সরেজমিনে দেখা গেছে, রাখাইন মার্কেট মাঠের মধ্যে রাখা হয়েছে ছোট একটি নৌকা। আর এ নৌকার মধ্যে রাখা পানি দিকে একে অপরকে ভিজিয়ে দিচ্ছিলেন রাখাইন তরুণ-তরুণীরা। পাশাপাশি অনেক রাখাইন যুবতীদের নাচ গানে মেতে থাকতে দেখা গেছে। 

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বিষ বিক্ষ জানান, আমাদের এ উৎসব প্রতি বছর মূলত বৈশাখের প্রথম দিন থেকেই শুরু হয়। কিন্তু আমরা এবছর বিভিন্ন কারণে উৎসবের সময় তিনদিন পিছিয়ে দিয়েছি। আমাদের এ জলকেলী উৎসবে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। এখানে তিনদিন উৎসব চলবে। 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়