ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২২ এপ্রিল ২০২৩   আপডেট: ১০:০৫, ২২ এপ্রিল ২০২৩
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। এ সময় তিনি ভুল ধরিয়ে দিলে সংশোধন করবেন বলেও জানান।  

বগুড়ায় এক ইফতার বিতরণী কর্মসূচিতে এ কথা বলেন তিনি। 

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শহরের কালিতলা মোড়ে ‘বিপদের বন্ধু আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই ইফতার  বিতরণী কর্মসূচি পালন হয়।

হিরো আলম বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। মানুষের ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেবেন। তাহলে ভুল সংশোধন করে নিতে পারবো। 

এ সময় নিজের শিক্ষা গ্রহণের বিষয়টিও জানান হিরো আলম। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হচ্ছে। এ জন্য শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে। 

এ সময় আলোচিত এই ইউটিউবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান। এরপর তিনি দুস্থ অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন।

উল্লেখ্য এ দিন ছিল পবিত্র মাহে রমজানের শেষ দিন। 

 

এনাম//


সর্বশেষ

পাঠকপ্রিয়