ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আশ্রয়ণবাসীর সঙ্গে ইউএনও’র ঈদ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২২ এপ্রিল ২০২৩  
আশ্রয়ণবাসীর সঙ্গে ইউএনও’র ঈদ

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুর-এ-আলম।

শনিবার (২২ এপ্রিল) সকালে ঈদের নামাজ শেষে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর আশ্রয়ণ, বোয়ালদাড় ইউনিয়নের পালীবটতলী আশ্রয়ন ও আলীহাট ইউনিয়ন ও মনসাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে দেখা করেন তিনি। পরে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় অন্যদের মধ্যে ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম রাইজিংবিডিকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আজ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবসারত উপকারভোগীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেছি। খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর আশ্রয়ণ, বোয়ালদাড় ইউনিয়নের পালীবটতলী আশ্রয়ন ও আলীহাট ইউনিয়নের মনসাপুর ইউনিয়নের আশ্রয়ণবাসীর সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করি।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়