ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ক্যানসারে রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২২ এপ্রিল ২০২৩  
ক্যানসারে রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

ড. মদন মোহন দে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে আর নেই। গত বুধবার বিকেলে রাজশাহীর তালাইমারিয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

এক বছর ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন এই শিক্ষক। দুই সন্তান দেশে আসার পর তার শেষকৃত্য হবে।

অধ্যাপক ড. মদন মোহন দে ১৯৭৬ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৭ সালের ৩০ জুন অবসরে যান। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।

আরো পড়ুন:

অবসরপ্রাপ্ত এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

হিসাববিজ্ঞান শিক্ষায় ড. মদন মোহন দের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মদন মোহন দে সাতক্ষীরার তালা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 

তার মৃত্যুতে ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সভাপতি রেজাউল হক রেজা ও  সাধারণ সম্পাদক গুহ  উত্তম  কুমারও গভীর শোক প্রকাশ করেছেন।
 

/মুকুল/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়