জাহাঙ্গীর আলমের প্রার্থিতা নিয়ে যা বললেন আজমত উল্লা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমের প্রার্থী হওয়া নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান।
তিনি বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি, জাহাঙ্গীর আলম ও তার মা নমিনেশন সংগ্রহ করেছেন। উনি যেহেতু আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তাই বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি যদি তার আস্থা থাকে, দেশের উন্নয়নের প্রতি আস্থা থাকে তাহলে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করবেন।’
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বঙ্গতাজ অডিটোরিয়ামের অস্থায়ী নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
আজমত উল্লা খান বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় প্রাতিষ্ঠানিক একটি অধ্যায় রয়েছে। সেখানে বলা আছে, দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। তারা ঘোষণা দিয়েছে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরাও বিশ্বাস করি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন চায়।’
রেজাউল/কেআই