গাসিক নির্বাচন: আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন প্রার্থীকে শোকজ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
শোকজ পাওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সঞ্জিৎ মল্লিক।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার অপসারণের বিষয়ে নির্দেশনা প্রদানসহ মাইকিং করা হয়েছে। এরপরেও নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন দেয়ালে লাগানো অবস্থায় পাওয়া যায়।’
তিনি বলেন, ‘নগরীর ২৬নং ওয়ার্ড পরিদর্শনকালে কাউন্সিলর প্রার্থী সঞ্জিৎ মল্লিকের পোস্টার দেখা যায়। যা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুসারে বিধি-৫ সুস্পষ্ট লঙ্ঘন।’
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘মনোনয়নপত্র জমা দানের দিন নির্ধারিত সংখ্যকের বেশি লোকজন তথা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় শোকজ করা হয়েছে মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিনকে।’
রেজাউল/কেআই