ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ: আমু 

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৮ এপ্রিল ২০২৩  
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আ.লীগ: আমু 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হচ্ছে। যা শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।’

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঝালকাঠি উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবেকুন নাহার ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।

আরো পড়ুন:

ঝালকাঠি সদর উপজেলার ৫২ টি স্কুলে ৩২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়।

অলোক/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়