গাসিক নির্বাচন: ৭৬ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৩৭২ জন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ছবি সংগৃহীত
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা। এই সিটি নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত মহিলার ১৯টি আসন মিলে প্রার্থী হয়েছেন ৩৭২ জন।
আরও পড়ুন: জাহাঙ্গীর আলমের প্রার্থিতা নিয়ে যা বললেন আজমত উল্লা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এতথ্য জানান।
ফরিদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল)।
আরও পড়ুন: হয়তো কালকের পর আমাকে গুম করতে পারে: জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৩ জন। জমা দিয়েছেন ১২ জন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩৪৩ জন, জমা দিয়েছে ২৯০ জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮৯ জন, জমা দিয়েছে ৮২ জন।
আরও পড়ুন: জনগণ চাইলে নির্বাচন করব: জাহাঙ্গীর
দেশের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই ৩০ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রেজাউল/ মাসুদ