টেকনাফে ফের দুই কৃষককে অপহরণ, দুজনকে কুপিয়ে জখম
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করার সময় দুই কৃষককে কুপিয়ে জখম ও অপর দুজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার দুজন হলেন- জাহাজপুরার বাসিন্দা বাছা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
সন্ত্রাসীদের মারধর ও অস্ত্রের আঘাতে আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা দুই সহোদর আবদুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৭)।
ওসি আবদুল হালিম বলেন, ‘রোববার সকালে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করার সময় দুই কৃষককে কুপিয়ে জখম ও অপর দুজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশের দুটি টিম অভিযানে নেমেছে।’
আহতরা জানান, সকালে মুখোশ পরা বেশ কয়েকজন সন্ত্রাসীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন সন্ত্রাসীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। তারা দুই ভাই কোনোমতে পালিয়ে রক্ষা পেলেও অপর দুজনকে সন্ত্রাসীরা নিয়ে গেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে তারা মাথায় ও হাতে আঘাত পেয়েছেন।
উল্লেখ্য, গত ৬ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৬২ জন ব্যক্তি অপহরণের শিকার হন। তাদের মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা, বাকি ২৮ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
তারেকুর/কেআই