ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

ধলেশ্বরী নদীতে মিললো শিশুর লাশ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১ মে ২০২৩   আপডেট: ০৮:৩৪, ১ মে ২০২৩
ধলেশ্বরী নদীতে মিললো শিশুর লাশ 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করার সময় পানিতে ডুবে আমির হামজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অপর এক শিশু। রোববার (৩০ এপ্রিল) উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আমির হামজা চান্দেরচর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

নিখোঁজ শিশুর নাম রিমন হোসেন (৯)। সে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানায়, দুই শিশু বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সদরঘাট শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৮ টার দিকে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ আমির হামজার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের (শ্যামপুর জোনের) স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, বৈরি আবহাওয়ার কারণে নিখোঁজ শিশুকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ, সিরাজদিখান ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাট শ্যামপুর জোনের নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। তারা নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে। আবহাওয়া ভালো না থাকায় রাত ৯টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। সোমবার (১ মে) সকালে পুনরায় নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালানো হবে।

রতন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়