ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ঝালকাঠিতে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১ মে ২০২৩   আপডেট: ১১:২৮, ১ মে ২০২৩
ঝালকাঠিতে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে ঝালকাঠিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। সোমবার (১ মে) সকালে শহরের আমতলা সড়কের দলীয় কাযলয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম নান্নু। 

জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার প্রমুখ। 

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার সরকার ছিনিয়ে নিয়েছে দাবি করে আগামী দিনে এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন বক্তারা। 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়