ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ময়মনসিংহে নানা কর্মসূচিতে পালিত হলো মে দিবস

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১ মে ২০২৩  
ময়মনসিংহে নানা কর্মসূচিতে পালিত হলো মে দিবস

‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহে। 

সোমবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে নগরীর টাউন হল থেকে একটি র‌্যালি বের হয়।  র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

র‌্যালিতে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ প্রশাসন ও শ্রমিক নেতারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

এছাড়া শ্রমিক লীগ, শ্রমিক দল ও ট্রেড ইউনিয়ন সংঘ পৃথকভাবে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়