ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

শহিদ মিনারে বাঁশ রাখায় আ. লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১ মে ২০২৩   আপডেট: ২২:১৫, ১ মে ২০২৩
শহিদ মিনারে বাঁশ রাখায় আ. লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন। রওশন আরা রিতা বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। গত শনিবার (২৯ এপ্রিল) মেলা শেষ হলেও স্টলের ব্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখা হয়।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকারেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা বলেন, ‘উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা শহীদ মিনারে বাঁশ রেখেছে জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ‘শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকারেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

কাওছার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়