ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সিরাজগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২ মে ২০২৩  
সিরাজগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার টাকার জাল নোটসহ মো. উজ্জল হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।

গ্রেপ্তার হওয়া জাল টাকার কারবারি উজ্জল শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় উজ্জল গ্রেপ্তার হন। তল্লাশি করে উজ্জলের কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এছাড়াও তার কাছ থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, উজ্জলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়