সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত বাবুল আক্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
বাবুল আক্তার
মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি বাবুল আক্তার আদালতে পরিবার ও সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মঙ্গলবার (২ মে) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে হাজির করা হয় বাবুল আক্তারকে। এ সময় বাবুল আক্তার বর্তমান স্ত্রী ও সন্তানদের সঙ্গে আদালতের অনুমতি নিয়ে কথা বলার সুযোগ পান।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মিতু হত্যা মামলায় আজ দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিলো। এ জন্য দুপুরের দিকে কারাগার থেকে বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে উপস্থিত হন বাবুল আক্তারের বর্তমান স্ত্রী মুক্তা ও দুই সন্তান মাহমুদ মাহির এবং টাপুর। স্ত্রী সন্তানরা আদালত কক্ষে বাবুল আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে কোর্ট পুলিশ বাঁধা দেয়। এসময় বাবুল আক্তার সন্তানদের সঙ্গে কথা বলতে আদালতের অনুমতি চান। পরে আদালত অনুমতি দিলে বাবুল আক্তার স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন।
মিতু হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য দেন মামলার বাদী মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।
রেজাউল/ মাসুদ