ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভাঙ্গুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২ মে ২০২৩  
ভাঙ্গুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের সংস্কার কাজ চলাচালে প্রাচীন আমলের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, আজ (মঙ্গলবার) বিকেলে বৃদ্ধমরিচ গোয়ালপাড়া গ্রামের আমির হামজার পুকুর সংস্কারের কাজ চলছিল। এসময় মাটির নিচ থেকে একটি  প্রাচীন বিষ্ণুমূর্তির সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন:

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি প্রাচীন আমলের। এই মূর্তিটি কিসের তৈরি সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়