ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

র‌হিমা রোলিং মিলে বি‌স্ফোরণে শ্রমিক নিহত, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৪ মে ২০২৩   আপডেট: ২১:৪১, ৪ মে ২০২৩
র‌হিমা রোলিং মিলে বি‌স্ফোরণে শ্রমিক নিহত, আহত ৬

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় র‌হিমা রোলিং মিলে  বি‌স্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও ৬ শ্রমিক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

বিস্ফোর‌ণের আগুনে সাত জন দগ্ধ হ‌লে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হ‌লে সেখা‌নে এক জনের মৃত্যু হয়েছে। তার নাম শংকর সাহা বলে জানা গেছে। বাকি ৬ জন চিকিৎসাধীন র‌য়ে‌ছে।

দগ্ধরা হলেন ইয়াসিন (৩৩), ইব্রাহিম (৩২), অয়ন (২০), জুয়েল (৩৫), রাব্বি (৩৫) ও আলমগীর (৩০)।

আরো পড়ুন:

রূপগঞ্জ থানার পরিদর্শক এফ এম সায়েদ জানান, আজ বি‌কেলে রূপগ‌ঞ্জের ভুলতা র‌হিমা রোলিং মিলে বি‌স্ফোরণ হ‌লে তারা দগ্ধ হয়েছে। তারা সবাই কারখানার শ্রমিক।
 

রাকিব/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়