রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নামের একটি কারখানার চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি পরিদর্শন করে গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন।
শুক্রবার (৫ মে) বিকেলে কারখানা পরিদর্শনে এসে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফয়সাল হক তদন্ত কমিটি গঠন করেন।
আরও পড়ুন: রহিমা রোলিং মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৬
তদন্ত কমিটিতে ভূলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- কাঞ্চন ফায়ার সার্ভিসের অফিসার রফিকুল ইসলাম এবং নারায়নগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, তদন্ত কার্যক্রম শেষ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় বিদ্যুত ও গ্যাস সংযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন নিরাপদ মনে না হবে ততদিন কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। বিস্ফোরণ ও শ্রমিক নিহতের ঘটনায় কারখানাটির বিরুদ্ধে মামলা করা হবে।
প্রসঙ্গত, গত ৪ মে বৃহস্পতিবার রহিমা ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কারখানায় চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হন। এদের মধ্যে চারজন শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মারা যান। বাকি তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানান শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক সার্জন এসএস আইয়ুব হোসেন।
রাকিব/ মাসুদ