পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় মহড়া
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করে বেসকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। সিপিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। পরে দুর্যোগ মোকাবিলায় ১০০ স্বেচ্ছাসেবকদের মাঝে সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমাসহ গুড নেইভারসের জাপানের প্রতিনিধি দল।
মহড়া দেখতে আসা কুমিরমারা গ্রামের ফরিদ হোসেন বলেন, ‘আমরা উপকূলের মানুষ এখনো ঘূর্ণিঝড়ে করণীয় সম্পর্কে অনেক কিছু জানি না। আজ মহড়ার মাধ্যমে অনেক কিছু শিখলাম। ঘূর্ণিঝড়ের সময় আমরা কীভাবে জানমাল রক্ষা করবো সেটি এই মহড়ায় ফুটে উঠেছে।’
হলদিবাড়িয়া গ্রামের কুদ্দুস সিকদার বলেন, ‘ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা সচেতন নেই। ঘূর্ণিঝড়ের সংকেত দিলে কী করতে হবে সেটা জানি না। এখানে মহড়ায় যে বিষয়গুলো ফুটে উঠেছে, সেগুলো পালন করলে দুর্যোগে আমরা অনেকটা রক্ষা পাব।’
গুড নেইবারস ডিআরআর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস বলেন, ‘ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই আয়োজন করেছি। এছাড়া এর আগেও আমরা উপকূলের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ মহড়া করেছি।’
গুড নেইভারস জাপানের প্রতিনিধি (প্রোগ্রাম ম্যানেজার) মাসহিকো ইয়োদা বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই আয়োজন। ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল রক্ষা পেলে আমরা সফলতা পাব। আজ আমরা দুর্যোগ মোকাবিলা স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছি।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এটা আসলেই ব্যতিক্রমী উদ্যোগ। এমন উদ্যোগে আমরা স্বাগত জানাই। এই মহড়ার মাধ্যমে মানুষ দুর্যোগে অনেকটা সচেতন হবে।’
ইমরান/বকুল