ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভালুকায় জেএমবি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৯ মে ২০২৩  
ভালুকায় জেএমবি সদস্য গ্রেপ্তার

জেএমবি সদস্য আজিজুল হক গোলাপ

২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত পালাতক আসামি আজিজুল হক গোলাপকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জমিয়তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য।

মঙ্গলবার (৯ মে) সকালে র‌্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান এ তথ্য জানান। 

র‌্যাব-১৪’র অধিনায়ক মহিবুল ইসলাম জানান, ময়মনসিংহের কয়েকটি স্থানে বোমা হামলার পর ১৮ বছর ধরে পালাতক ছিলেন আজিজুল। গতকাল তাকে জেলার ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, আজিজুল ঢাকার একটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

মিলন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়