শিক্ষকের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, জেল-জরিমানা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অপরাধে এক ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন আদালত।
বুধবার (১০ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল আলিম (৪২)। নন্দীগ্রাম উপজেলার কহুল গ্রামে তার বাড়ি।
আদালত একটি ধারায় আবদুল আলিমকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আরেকটি ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেছেন, আলাদা দুটি ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে চলবে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবদুল আলিম মিথ্যা পরিচয়ে ওই প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। ২০২১ সালের মার্চে ওই শিক্ষকের বাসায় যান তিনি। এ সময় জোরপূর্বক শিক্ষকের আপত্তিকর ছবি তোলেন আবদুল আলিম। পরে এসব ছবি দেখিয়ে ওই শিক্ষকের কাছে টাকা দাবি করেন তিনি।
ইসমত আরা আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বগুড়ার শাজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কেয়া/কেআই