মোখা কক্সবাজারের ১২২০ কিলোমিটার দূরত্বে, সমুদ্র উত্তাল
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ৬ টায় এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিমি ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্রে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, ‘এটি আরো ঘণীভূত হয়ে আগামীকাল শুক্রবার (১২ মে) তারিখ সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।’
তারেকুর/টিপু
- ৬ মাস আগে কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম চালু
- ৬ মাস আগে ‘মোখা’র প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- ৬ মাস আগে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের অফিসে যোগাযোগের অনুরোধ
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ
- ৬ মাস আগে সারা দেশে নৌ চলাচল বন্ধ
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে বেড়েছে নদ-নদীর পানি
- ৬ মাস আগে বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: ভূমিধসের আশঙ্কা
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৬ মাস আগে মোখায় খুলনা উপকূলে আতঙ্ক
- ৬ মাস আগে মোখা : মহেশখালির এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ
- ৬ মাস আগে উপকূলে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
- ৬ মাস আগে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিমান চলাচল বন্ধ