ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পিরোজপুরে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভা

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১১ মে ২০২৩  
পিরোজপুরে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প্রস্তুতি সভা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এনডিসি মো. কফিল উদ্দিন প্রমুখ।

ওই সভায় জানানো হয়, জেলার ৭টি উপজেলায় মোট ৪০৭টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১৩টি সরকারি ও ১৯৪টি মাল্টি পারপাস আশ্রয়কেন্দ্র। ওই সব আশ্রয়কেন্দ্রে ১৫ হাজার লোকের থাকার ব্যবস্থা থাকবে। এ ছাড়া মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট সদস্যরা কাজ করবেন। প্রতিটি উপজেলায় পৃথক কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেলার নাজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল জানান, এলাকায় এখনো ঘূর্ণিঝড়ের ২ নম্বর সংকেত রয়েছে। দুর্যোগের সংকেত বাড়লে প্রশাসনের পক্ষ থেকে মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে।
 

তাওহিদুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়