ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো দুটি মৃত ডলফিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১১ মে ২০২৩  
কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো দুটি মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন এলাকা সংলগ্ন এলাকায় ডলফিন দুটিকে দেখতে পান স্থানীয়রা।

এর মধ্যে, একটি ৮ এবং অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের। ডলফিন দুটির শরীরের অধিকাংশ পচে গেছে। এভাবে মৃত ডলফিন ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য মিরাজ বলেন, ‘সকালে স্থানীয়রা ডলফিন দুটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে ডলফিন দুটি উদ্ধার করি। ডলফিন দুটির শরীরের অধিকাংশ পচে যাওয়ায় কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

ওয়ার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘প্রায়ই সৈকতে মৃত ডলফিন এবং তিমি ভেসে আসছে। আসলে এসব প্রাণী মারা যাওয়ায় আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মৃত ডলফিন মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।’

এর আগে, গত ৪ মে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়