ঘূর্ণিঝড় মোখা: টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ অবস্থায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১২ মে) দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এমতাবস্থায় সমুদ্রপথে যাতায়াতে ক্ষতির আশঙ্কা রয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পুনরায় ট্রলার চলাচল শুরু করবে।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় টেকনাফে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর কিছুটা উত্তাল রয়েছে। তাই, শুক্রবার দুপুর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরণের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
তারেকুর/কেআই
- ৮ মাস আগে কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম চালু
- ৮ মাস আগে ‘মোখা’র প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- ৮ মাস আগে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের অফিসে যোগাযোগের অনুরোধ
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ
- ৮ মাস আগে সারা দেশে নৌ চলাচল বন্ধ
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে বেড়েছে নদ-নদীর পানি
- ৮ মাস আগে বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: ভূমিধসের আশঙ্কা
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৮ মাস আগে মোখায় খুলনা উপকূলে আতঙ্ক
- ৮ মাস আগে মোখা : মহেশখালির এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ
- ৮ মাস আগে উপকূলে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
- ৮ মাস আগে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিমান চলাচল বন্ধ