ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১২ মে ২০২৩   আপডেট: ০৯:৪৭, ১৩ মে ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে।

শুক্রবার (১২ মে) সরেজমিনে কক্সবাজার সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, পর্যটকদের সাগর থেকে উপরে উঠে আসতে মাইকিং করছেন লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, ‘কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে। মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে।’

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়