ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা: তিন জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৩ মে ২০২৩   আপডেট: ১৬:১৫, ১৩ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: তিন জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে চাঁদপুরসহ তিন জেলার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলায় সকল ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যন্ত গ্রাহকদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানান শঙ্কর মজুমদার।

অমরেশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়