ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা: শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

তারেকুর রহমান, কক্সবাজার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৪ মে ২০২৩   আপডেট: ১৬:৪৬, ১৪ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ কোটি টাকার শুকনো এবং আধা শুকনো মাছ, মাছ শুকানোর সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এবং বাতাসে এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অর্গানিক শুঁটকির উদ্যোক্তা মো. আজিজ উদ্দিন।

তিনি বলেন, ‘রোববার বাতাসের প্রবল বেগে আমার তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অর্গানিক পদ্ধতিতে মাছ শুকানোর সরঞ্জাম ‘ফিস ড্রায়ার’ বাতাসে উড়ে গিয়ে গাছের আগায় আটকে রয়েছে। এছাড়া, মাছের মাচা ও আধা শুকনো শুঁটকি নষ্ট হয়ে গেছে।’

নাজিরারটেকের শুঁটকি ব্যবসায়ী সরওয়ার আলম বলেন, ‘অনেক টাকার মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। বাতাসে মাছ শুকানোর সরঞ্জামাদি ধ্বংস হয়ে গেছে। এ ক্ষতি কীভাবে পূরণ করব বুঝতে পারছি না।’

মো. হাসেম নামের আরেক শুঁটকি ব্যবসায়ী বলেন, ‘ঘূর্ণিঝড় শুরু হওয়ার দুদিন আগে লাখ টাকার মাছ তোলা হয়েছে। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করলে মাছগুলো নিরাপদ স্থানে নিয়ে যেতে পারিনি। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।’

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে নাজিরারটেক শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হলেও সরেজমিনে গেলে এর পরিমাণ আরও বাড়তে পারে। অনেক ব্যবসায়ী তাদের মাছগুলো নিরাপদ স্থানে নিয়ে সংরক্ষণ করতে পারেনি। মাছ ছাড়াও বাতাসের ধাক্কায় তাদের মাছ শুকানোর মাচা উড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।’

এদিকে, কক্সবাজারে এখনো ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার ব্যাসার্ধ ২০০ থেকে ২৫০ কিলোমিটার। এর অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। কক্সবাজারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার।’

কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়