আসামির সঙ্গে সেলফি তুলে বিপদে এসআই
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হককে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি বলেন, ‘আসামির সঙ্গে সেলফি তোলার ঘটনায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে ক্লোজড করা হয়েছে।’
জানা যায়, রোববার রাতে নগরীর বাশেরহাট খোলা এলাকায় খোকন সেরনিয়াবাতের তিন কর্মীর পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা। এ সময় মান্না তাদের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।
এ ঘটনায় আহত মনা ওই রাতেই বাদী হয়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তার রইজ আহমেদ মান্নার সঙ্গে সেলফি তুলে তা নিজের ফেসবুকে পোস্ট করেন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
স্বপন/কেআই