ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাসিক নির্বাচন: হাতে-কলমে ভোটারদের ইভিএম প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৬ মে ২০২৩  
গাসিক নির্বাচন: হাতে-কলমে ভোটারদের ইভিএম প্রশিক্ষণ শুরু

আগামী ২৫ মে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। শতাধিক ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ফলে ভোট দিতে এসে যাতে কোনো ভোটার বিড়ম্বনায় না পড়েন সেজন্য হাতে-কলমে ভোটারদের ইভিএম প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার ফোকাল পয়েন্ট অফিসার মো. মঞ্জুরুল ইসলাম খান এতথ্য জানান। 

আরো পড়ুন:

মঞ্জুরুল ইসলাম খান জানান, গতকাল সোমবার থেকে ইভিএমএ ভোট প্রদান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। প্রতিটি ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ইভিএম ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে ডিসপ্লে করে ভোটারদের ভোটিং কার্যক্রম হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষভাবে প্রশিক্ষিত টেকনিক্যাল টিম এ প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি আরও জানান, ভোটার ছাড়াও আগামী ১৭ মে থেকে নির্বাচন কমিশনের নিজস্ব অপারেটর দিয়ে প্রত্যেক প্রার্থীর ইভিএম তথা কারিগরি জ্ঞান সম্পন্ন একজন ব্যাক্তিকে নির্বাচন কমিশন প্রশিক্ষণ দেবে। যাতে ইভিএম সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর হয়।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়