ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৮ মে ২০২৩   আপডেট: ১৩:৪২, ১৮ মে ২০২৩
বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া, ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ১০টি মনোনয়নপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তারা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন। 

উল্লেখ‌্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

জে. খান স্বপন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়