ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

থানা হাজতে আসামিদের শুয়ে থাকা ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৮ মে ২০২৩   আপডেট: ১৮:১৭, ১৮ মে ২০২৩
থানা হাজতে আসামিদের শুয়ে থাকা ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে‌ নিশ্চিত করেছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) তোতা মিয়া।

তিনি বলেন, ‘কনস্টেবল মাসুম মেট্রোপলিটন গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সম্প্রতি কাউনিয়া থানা হাজতে আসামি থাকাকালীন অবস্থায় সি‌সিটি‌ভির এক‌টি ছ‌বি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএমপি গঠিত কমিটির প্রাথমিক তদন্তে কনস্টেবল মাসুমের সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে, গ্রেপ্তারকৃত আসামির সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না ও তার সহযোগীরা থানার হাজতখানায় শুয়ে রয়েছেন।

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হন ব‌রিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না ও তার সহযোগীরা। বর্তমানে কারাগারে আছেন তারা।

আরও পড়ুন: আসামির সঙ্গে সেলফি তুলে বিপদে এসআই

স্বপন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়