ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘মোখা’ পেরুতেই পর্যটকে সরগরম কক্সবাজার

তারেকুর রহমান, কক্সবাজার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৯ মে ২০২৩   আপডেট: ১৭:৩৮, ১৯ মে ২০২৩
‘মোখা’ পেরুতেই পর্যটকে সরগরম কক্সবাজার

ঘূর্ণিঝড় মোখার কারণে গত সপ্তাহে কক্সবাজারে পর্যটকের আনাগোনা কম হলেও ঝড় শেষে আবারও পর্যটকের পদচারণয় মুখর সৈকত। শুক্রবার (১৯ মে) সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, সি-গাল ও লাবণী পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এদের মধ্যে, অনেকে কিটকট ছাতায় বসে সমুদ্রের ঢেউ দেখছেন, অনেকে সমুদ্রস্নান, জেটস্কি ও ঘোড়া রাইডে নিজেদের মাতিয়ে তুলছেন। কেউ সমুদ্রকে পেছনে রেখে ছবি তুলে রাখছেন। কেউবা প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার সাদিক উবাইদুর রহমান জানান, অবিবাহিত থাকা অবস্থায় একবার কক্সবাজার এসেছিলেন অফিসের কাজে। তখন মনস্থির করেছিলেন, বিয়ে করে বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে আসবেন। শুক্রবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে স্ত্রী ফারিয়া জিন্নাতকে নিয়ে আনন্দে মেতেছেন তিনি।

ফারিয়া জিন্নাত বলেন, ‘পরিবারের সঙ্গে এর আগে দুইবার কক্সবাজার এসেছি। কিন্তু বিয়ের পর এই প্রথম স্বামীর সঙ্গে কক্সবাজার এলাম। বৃহস্পতিবার থেকে অনেক মজা করছি দুজনে। শনিবার চলে যাব।’

কুমিল্লার ব্যবসায়ী শামীম ভূঁইয়া বলেন, ‘মে মাসের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজার আসার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে আসতে পারিনি। পরে আবহাওয়া ভালো হলে গেল বৃহস্পতিবার কক্সবাজার আসি। যদিও ব্যবসায়িক কাজে অনেকবার কক্সবাজার আসা হয়েছে। কিন্তু স্ত্রী-সন্তানদের সময় দিতে গিয়ে আমিও তাদের মতো নতুন পর্যটক বনে গেলাম।’

সৈকতের ফটোগ্রাফার নাসির উদ্দিন বলেন, ‘ঝড়ের পর পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন, আমরাও প্রস্তুতি নিয়েছি। পর্যটকে ভরপুর হলে আমাদের আয় কিছুটা বাড়ে।’

কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, ‘একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে সারাদেশে চলছে এসএসসি পরীক্ষা। সব মিলিয়ে গত সপ্তাহে কক্সবাজারে পর্যটক তুলনামূলক কম ছিল। তবে, পর্যটকরা ফের আসতে শুরু করেছেন। পরীক্ষা শেষ হয়ে গেলে এবং আবহাওয়া ভালো থাকলে প্রচুর পর্যটক আসবেন কক্সবাজারে। পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, ‘একটি সৌন্দর্যময় এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হিসেবে অনেকেই কক্সবাজারকে বেছে নেন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের পর সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের বিভিন্ন স্পটে পর্যটকরা আসতে শুরু করেছেন। তাদের নিরাপত্তার জন্য জেলার প্রতিটি পর্যটন স্পটে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য আমরা সজাগ রয়েছি।’

কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়