ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ৪০০ ঘরবাড়ি

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২১ মে ২০২৩   আপডেট: ১৭:৩৯, ২১ মে ২০২৩
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ৪০০ ঘরবাড়ি

সারাদেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।  শনিবার (২০ মে) রাতের ওই ঝড়ের পর এখন ক্ষতিগ্রস্ত মানুষজন খোলা আকাশের নিচে দিন পার করছেন। 

রোববার (২১ মে) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের আগে বৃষ্টিও হয়। এতে চার শতাধিক ঘরবাড়ি, দোকান এবং ৫ হাজার ছোট-বড় গাছপালা ভেঙে যায়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার সোনারায়, হরিপুর, তারাপুর ও বেলকা ইউনিয়নে। 

পশ্চিম বৈদ্যনাথ ইউনিয়নের গান্ডারপাড় গ্রামের সাকেদ আলী জানান, ১০ থেকে ১৫ মিনিট ছিল ঝড়ের স্থায়ীত্ব। এতেই আমার ঘরের সব চালা উড়ে গেছে। ঘরটি পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।  

আরো পড়ুন:

সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মন্ডল জানান, ঝড়ো হাওয়ায় কমপক্ষে ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে।

তোফায়েল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়