ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হুমকি: শেরপুরে চাঁদের বিরুদ্ধে মামলা 

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৩ মে ২০২৩  
প্রধানমন্ত্রীকে হুমকি: শেরপুরে চাঁদের বিরুদ্ধে মামলা 

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানুয়ার হোসেন ছানু বাদী হয়ে সিআর আমলি আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলাটি করেন। 

সাংবাদিকদের সানুয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আদালতে মামলা দায়ের করলাম। আমরা আদালতের কাছে ন্যায় বিচার আশা করছি।’ 

মামলা দায়েরের সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নেই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব।’

তারিকুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়