ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিসিক নির্বাচন: মনোনয়ন জমা দিলেন আ.লীগের আনোয়ারুজ্জামান

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৩ মে ২০২৩  
সিসিক নির্বাচন: মনোনয়ন জমা দিলেন আ.লীগের আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এনিয়ে এখন পর্যন্ত মোট ১১ মেয়র প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পদচারনায় মুখর ছিল রিটার্নিং অফিসারের কার্যালয়।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, আজ (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত ১১ জন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দেন।

আরো পড়ুন:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে মনোনয়ন জামা দেওয়া মেয়র প্রার্থীরা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।  

স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে এই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়