ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ধলেশ্বরী তীরে দ্বিতীয় দিনেও অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৩ মে ২০২৩  
ধলেশ্বরী তীরে দ্বিতীয় দিনেও অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম সংলগ্ন ধলেশ্বরী নদী তীরের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া দুই  কিলোমিটার এলাকা অবৈধ দখলমুক্ত করেছে তারা। 

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ।

আরও পড়ুন: ধলেশ্বরী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

আরো পড়ুন:

অভিযান চলাকালে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম নদীবন্দর থেকে শহরের উপকন্ঠ মুক্তারপুর পর্যন্ত এলাকার মৎস্য আড়ত, রাইসমিল ও ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, ৭৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে গত সোমবার উচ্ছেদ অভিযানে নামেন তারা। মঙ্গলবার পর্যন্ত দুই দিনের অভিযানে ৬৮টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ উচ্ছেদ করা হয় ৫০টি স্থাপনা। এখন পর্যন্ত দুই দিনে মোট ৬৮টি স্থাপনা ও তিন কিলোমিটার নদী তীর উদ্ধার করা হয়েছে। 

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়