রাজশাহীতে বিএনপির দলীয় কার্যালয়ে তালা, বাইরে বসে নেতারা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের তালা লাগানো রয়েছে। তালা খুলে দেওয়ার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলের নেতারা।
বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে তারা নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে যান। বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ অন্য নেতারা তালা খোলার দাবিতে দুপুর ২টা পর্যন্ত সেখানেই ছিলেন। তালা না খোলা পর্যন্ত তারা উঠবেন না বলে জানিয়েছেন।
রাজশাহীতে বিএনপির দলীয় কার্যালয়টি একটি ভবনের দোতলায়। বিএনপি নেতারা দোতলা পর্যন্ত উঠেছেন। কিন্তু দলীয় কার্যালয়ের দরজায় তালা লাগানো থাকায় তারা ঢুকতে পারেননি। পরে তারা সেখানেই বসে থাকেন। বিএনপি নেতাদের দাবি, আগের দিন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ তালা দেওয়া হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। তবে কর্মসূচি শুরুর আগেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিটি নির্বাচনের কারণে শহরে সব ধরনের পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় বিএনপির পদযাত্রা যেন না হয় তার জন্য দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। দলীয় কার্যালয়ে মঙ্গলবার কাউকে যেতে দেওয়া হয়নি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ কয়েকজন নেতা আরএমপি কমিশনার আনিসুর রহমানের সঙ্গে দেখা করেন। তারা দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়ার দাবি জানান। আবার আজও তারা দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়েছেন একই দাবিতে।
দোতলায় কার্যালয়ে ঢুকতে না পেরে বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, পুলিশ দলীয় কার্যালয়ে তালা দিয়েছে। আমরা তালা খুলে দেওয়ার দাবিতে এখানে এসেছি। পুলিশ তালা খুলে দিলে আমরা কার্যালয়ে ঢুকব। যতক্ষণ তালা খুলে দেওয়া না হবে, ততক্ষণ এখানেই থাকব।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ দলীয় কার্যালয়ে তালা দেয়নি। এটা বিএনপির মিথ্যাচার। পুলিশ তালা খুলে দেবে না, তালা খোলার অনুমতিও দেবে না। বিএনপি তালা নিয়ে কী করবে সেটা তাদের ব্যাপার।
কেয়া/ইভা