ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ময়মনসিংহে নজরুল জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৫ মে ২০২৩   আপডেট: ১২:৩২, ২৫ মে ২০২৩
ময়মনসিংহে নজরুল জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহে সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ ও নজরুল সেনা স্কুলের আয়োজনে নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বরা হয়।  

শোভাযাত্রাটি নজরুল সেনা স্কুল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জাতীয় পার্টি মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ প্রমুখ। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সেনা ময়মনসিংহের সভাপতি মিজানুর রহমান খান লিটন।

আরো পড়ুন:

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়