ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নির্বাচনে বাঁধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৫ মে ২০২৩   আপডেট: ১৫:১১, ২৫ মে ২০২৩
নির্বাচনে বাঁধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচনে বাঁধা দেওয়া গণতান্ত্রিক কাজ নয়। যারা নির্বাচনে না এসে বাঁধা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। দেশে নির্বাচন কমিশন আছে, যারা নির্বাচনে বাঁধা দেবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা চাই একটি সুন্দর নির্বাচন, এজন্য সবার অংশগ্রহন প্রয়োজন।’ 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও ইনস্টিটিউট ও ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘হাওরের মানুষ আর অবহেলিত নয়। তারা জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। হাওরের মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। হাওরে পানি আসবে এটাই প্রকৃতির নিয়ম, এই পানি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, কোনো বাধার সৃষ্টি না হয় এজন্য আর আমরা হাওরে সড়ক নির্মাণ করব না। আমরা উড়াল সড়ক করব।’ 

আরো পড়ুন:

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেণ- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা-১) মুহাম্মদ আব্দুর রাকিব, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান প্রমুখ।

মনোয়ার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়