ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নৌকা-ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ২৫ মে ২০২৩   আপডেট: ০১:৩৮, ২৬ মে ২০২৩
নৌকা-ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই

কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যেই বেসরকারিভাবে ৩৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। ভোটের ফলে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুনের সঙ্গে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টা পর্যন্ত ৩৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন হাজার ১ লাখ ৮০ হাজার ৮৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ ভোট।

নগরীর বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা হচ্ছে। গাজীপুরে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

আরো পড়ুন:

ঢাকা/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়