ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

কেসিসি নির্বাচন : চার মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৬ মে ২০২৩   আপডেট: ১৩:১৪, ২৬ মে ২০২৩
কেসিসি নির্বাচন : চার মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ 

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ মে) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চার মেয়রপ্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেওয়া হয়।

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন।

সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

নুরুজ্জামান/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়