ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

কুমিল্লায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২৮ মে ২০২৩   আপডেট: ১১:৪১, ২৮ মে ২০২৩
কুমিল্লায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মহাসড়কে মাইক্রোবাসকে ট্রাকে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতদের একজনের নাম বাদশা মিয়া, তিনি দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, ‘চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে দুটো গাড়ি সড়কের পাশে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।’

রুবেল/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়