ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিসিক নির্বাচন: ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১ জুন ২০২৩  
সিসিক নির্বাচন: ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সর্বমোট ১২ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামীকাল শুক্রবার (২ জুন) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত নির্বাচন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নারী কাউন্সিলর পদে ৮৭ জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মনোনয়ন প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন, ৪১নং ওয়ার্ডের শাহীন আহমেদ ও আল আমিন, ৩৩নং ওয়ার্ডের আব্দুস সবুর চৌধুরী, ১৩নং ওয়ার্ডের সুমন আহমদ, ৭নং ওয়ার্ডের আলম হোসেন আলম, ১৪নং ওয়ার্ডের তপু গনি, ১৮নং ওয়ার্ডের মো. সাজুয়ান আহমদ, ২৩নং ওয়ার্ডের তারেক আহমদ, ২৯নং ওয়ার্ডের মো. আতাউর রহমান, ৩৪নং ওয়ার্ডের এনামুল কবির চৌধুরী, ৩৬নং ওয়ার্ডের এস এম আলী হোসেন ও ৪২নং ওয়ার্ডের বদরুল ইসলাম।

আরো পড়ুন:

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

শুক্রবার প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন।
 

নুরু/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়