ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দেশ বিভক্তি হলেও হৃদয় ভাগ হয়নি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ২ জুন ২০২৩  
দেশ বিভক্তি হলেও হৃদয় ভাগ হয়নি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘দেশ বিভক্তি হলেও আমাদের হৃদয় ভাগ হয়নি। এ দেশের পাখি, বাতাস ও সংস্কৃতি ত্রিপুরায় যায়, সেখানকার পাখি, বাতাস ও সংস্কৃতি এখানে আসে। আমরা হৃদয় দিয়ে হৃদয় বেঁধেছি, সীমানা এখানে কিছুই না।’ 

শুক্রবার (২জুন) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে দুই দিনব্যাপী বাংলা সংস্কৃতি বলয় অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী প্রমুখ।

এছাড়া বাংলা সংস্কৃতি বলয় এর সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয় এর উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও  প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য।

এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা করেন সংস্কৃতিকর্মীরা। এর পর  বাংলা সংস্কৃতি বলয় সংগঠনটির নিজস্ব সংগীত পরিবেশনা করে অনুষ্ঠান সূচনা করেন ত্রিপুরা থেকে আসা শিল্পীরা।  

পরে সন্ধ্যায় ভারত-বাংলাদেশের নবীন ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রুবেল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়