বগুড়ায় গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহরে হামলা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার মোকামতলায় রোডমার্চ শেষে ফেরার পথে গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বহরে থাকা দুইটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। তবে কেউ আহত হননি।
শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্য আহবায়ক শহিদুল ইসলাম শহিদ বলেন, সোমবার (৫ জুন) বিকেল ৫টার দিকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলার জয়পুরপাড়া রাস্তারমোড়ে সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণ জনসভা শেষে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা রোডমার্চে অংশ নিতে ঢাকা থেকে আসা নেতাদের গাড়ি বহরে হামলা চালায়। এই সময় দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়৷
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার ঘটনা সঠিক নয়। বরং তারাই কথিত জনসমাবেশের নামে দেশ বিরোধী সব কথা বলেছে। এটা শুনে স্থানীয় কিছু মানুষ তাদের দিকে তেড়ে গিয়েছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষ হয়েছে। তাদের বাধা দেওয়া বা হামলার ঘটনা জানা নেই। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি৷
এরআগে শিবগঞ্জের মোকামতলা জয়পুরপাড়া রাস্তার মোড়ে গণতন্ত্র মঞ্চ ঢাকা-দিনাজপুর রোডমার্চের অংশ হিসেবে এক জনসভার আয়োজন করে। সভায় শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাছেদে সঞ্চলনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এছাড়াও জনসমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ প্রমুখ।
এনাম/ মাসুদ