ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বগুড়ায় জাল নোটসহ আটক ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৬ জুন ২০২৩  
বগুড়ায় জাল নোটসহ আটক ১

বগুড়ায় জাল টাকাসহ সচীন চন্দ্র নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল সোমবার সন্ধ্যায় শাজাহানপুরে সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।  

মঙ্গলবারে (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১২।

আটক সচীন গাইবান্ধার খোলাহাটি এলাকার মৃত রাস মহন্তের ছেলে।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে সচীনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ১০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আটক সচীন দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার করছিল। কোরবানির ঈদকে সামনে রেখে সে তৎপর হয়ে উঠেছিলো। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়