ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্রেতা থাকলেও নেই রিচার্জেবল ফ্যান

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৭ জুন ২০২৩   আপডেট: ১৮:৩০, ৭ জুন ২০২৩
ক্রেতা থাকলেও নেই রিচার্জেবল ফ্যান

লোডশেডিং আর তীব্র গরমে অতিষ্ঠ মানিকগঞ্জের জনজীবন। সাধারণ মানুষ একটু স্বস্তি পেতে ইলেকট্রনিকস দোকানগুলোতে ছুটছেন চার্জার ফ্যান কিনতে। তবে চাহিদা থাকলেও শহরের বেশিরভাগ দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না ফ্যান। আর যেসব দোকানগুলোতে আছে সেখান থেকে ভোক্তাদের মাত্রাতিরিক্ত দাম দিয়ে চার্জার ফ্যান কিনতে হচ্ছে। বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে চার্জার ফ্যানের দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

মানিকগঞ্জ শহরের সেওতা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, দিনে কয়েকবার বিদুৎ থাকে না। পরিবারে বৃদ্ধ বাবা-মা আছেন। তীব্র গরমের কথা চিন্তা করে চার্জার ফ্যান কিনতে এসেছিলাম। কিন্তু ফ্যান পেলাম না। শুনছি, শহরের কোনো দোকানেই নাকি ফ্যান নেই।

আরো পড়ুন:

জয়রা এলাকার শফিকুল ইসলাম বলেন, গতকাল এসেছিলাম। দোকানদার বেশি দাম চাওয়ায় ফ্যান কিনিনি। আজ বেশি দামেও ফ্যান মিলছে না। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা বেশি দামে ফ্যান বিক্রি করেছেন।

শহরের কালীবাড়ি এলাকার স্টার ইলেকট্রিকের ব্যবস্থাপক রুবেলুর রহমান বলেন, শহরের দোকানগুলোতে দুই দিন আগেই চার্জার ফ্যান শেষ। পাইকারি বাজারে যোগান না থাকায় সংকট তৈরি হয়েছে।

জনতা ইলেকট্রিকসের ব্যবসায়ী মো. আরিফুর রহমান বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে চার্জার ফ্যানের চাহিদা এখন অনেক অনেক বেশি। ছোট, বড় ও মাঝারি কোনো ফ্যানই সরবরাহ করা যাচ্ছে না । প্রতিদিন ক্রেতারা এসে ফেরত যাচ্ছেন।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল বলেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। তবে যে সব ব্যবসায়ী বেশি দামে ফ্যান বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়